৩০ মিনিটের উইন্ডোজ আনলিমিটেড RDP Tricks (Github মেথড)
RDP |
আপনারা অনেকেই Github এর নাম শুনেছেন। আবার অনেকেই ইতিমধ্যে ব্যবহার করছেন। আজ আপনাদেরকে দেখাবো কীভাবে Github রেপো ব্যবহার করে ৩০ মিনিটের উইন্ডোজ আনলিমিটেড RDP ব্যবহার করতে পারবেন। ৩০ মিনিট পর বন্ধ হয়ে গেছে পুনরায় আবার মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে RDP ব্যবহার করতে পারবেন।
{getToc} $title={Table of Contents}
RDP কী?
প্রথমেই
আসি RDP প্রসঙ্গে। যারা জানেন না
তারা জেনে রাখুন যে,RDP
(remote desktop protocal) হল
একটি Virtual computer যা আপনি পৃথিবীর
যেকন স্থানে বসে access করতে পারবেন ইন্টারনেট
সংযোগ এর মাধ্যমে। আজকে
মূলত windows 10 এর RDP পদ্ধতি শেয়ার করা হবে, এর
কনফিগারেশন নিচে দেয়া হলো-
পিসি কনফিগারেশন
Windows 10 latest version (2023)
Installed ram 7GB
Fastest RDP ever
Only For 30minutes
Unlimited time accessible
RDP তৈরি
ধাপ-১
প্রথমে
একটি Github এবং
ngrok এ একাউন্ড খুলুন এবং verification করে নিন।
ধাপ-২
Github এ
account খুলার পর একটি নতুন
repo. তৈরী করুন।
Repo. টি তৈরীর সময় অবশ্যই private (select) করতে হবে
ধাপ-৩
Create repository তে
যান
ধাপ-৪
এখন
“setting” এ click করুন
ধাপ-৫
Secret and variable এর
Drawer থেকে Action
select করুন
ধাপ-৬
New repository select করুন
ধাপ-৭
“Name” এর
ঘরে NGROK_AUTH_TOKEN paste
করে দিন
ধাপ-৮
ngrok সাইটটিতে
ঢুকে Your Authtoken এ গেলে ডান
পাশে পেয়ে যে token টি
পাবেন তা রেপো এর
Secret এর
ঘরে বসিয়ে দিন।
ধাপ-৯
এখন
“Action” এ Click করুন, set up a workflow
yourself সিলেক্ট করুন,
ধাপ-১০
enter files contents here এর
ঘরে এখান থেকে কোডটি
ডাউনলোড করে পেস্ট করে
দিন।
ধাপ-১১
commit changes এ
ক্লিক করে save করে ফেলুন
ধাপ-১২
Action এ
click করুন এবং yml ফাইলটিতে ক্লিক করুন।
ধাপ-১৩
Re-run jobs থেকে
Re-run jobs সিলেক্ট করুন।
ব্যাস
RDP ready
কিভাবে RDP connect করে ?
ধাপ-১:
pc/phn এ
remote desktop software/app টি
নামিয়ে ইনস্টল করে নিন। এর
পর Add Pc তে গেলে আপনাকে
আইপি এ্যাড্রেস বসাতে হবে।
URL এ
ক্লিক করার পর ছবিতে
দেখানো অংশটুকুই আইপি এ্যাড্রেস
ধাপ-২:
এরপর
প্লাস (+) বাটনে গিয়ে Username এর জায়গায় runneradmin এবং Password এর
জায়গায় P@ssw0rd! বসিয়ে সেভ দিবেন।
ধাপ-৩:
সেটিং করা RDP তে ক্লিক করার Connect anyway দিবেন
RDP কানেক্ট
হয়ে যাবে।
ধন্যবাদ।